টঙ্গীতে শ্লীলতাহানি অভিযোগে পুলিশের সোর্স গ্রেফতার
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুরের টঙ্গীতে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠেছে কথিত পুলিশ সোর্স জীবন মিয়া (২০) ও সাঈদ ই পাকিস্তানী (২৬) এর বিরুদ্ধে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী। অভিযোগের ভিত্তিতে কথিত সোর্স জীবনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। মঙ্গলবার ২২ মার্চ সকালে টঙ্গীর এরশাদনগর ১নং ব্লক এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত জীবন(২০) টঙ্গীর এরশাদনগর এলাকার মিন্টু মিয়ার ছেলে। ভুক্তভোগী নারী জানান, অভিযুক্ত সাইদ ও জীবন দীর্ঘদিন যাবৎ এরশাদনগর ১নং ব্লক এলাকায় পুলিশের সোর্স পরিচয় দিয়ে বিভিন্ন ভাবে সাধারন মানুষকে হয়রানি করে আসছিল। এলাকার উঠতি বয়সী তরুণী ও যুবতী মেয়েদের উত্ত্যক্ত করা তাদের বাসায় প্রবেশ করে ভয়ভীতি দেখানো মাদক সেবন করে মানুষের বাসা বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালি গালাজ ও ভাংচুর করা তাদের নিত্যদিনের কাজ। এসব কাজের প্রতিবাদ করায় গতকাল সকালে ভুক্তভোগী নারীর উপর হামলা চালায় সাইদ ও জীবন। এসময় তার কাছথেকে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে তাকে মারধর করা হয় এবং তার পরনের কাপড় ছিড়ে শ্লীলতাহানি করা হয়। তিনি আরো জানান, তাদের অত্যাচারে অতিষ্ঠ প্রায় অর্ধশতাধিক পরিবার প্রতিনিয়ত আতঙ্কিত হয়ে বসবাস করছেন পুলিশের সাথে সম্পর্কীয় হওয়ায় ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মূখ খুলতে চায়না। স্কুল কলেজে যাওয়া আসার সময় রাস্তায় এলাকার মেয়েদের প্রতিনিয়ত উত্যক্ত করে সাইদ ও জীবন। এ অবস্থা থেকে রক্ষা পেতে এলাকাবাসী মিলে টঙ্গী পূর্ব থানায় উপস্থিত হয়েছিলেন বলেও জানান তিনি। পুলিশ জানায়, এঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অপর আসমীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।